ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে বুধবার ছাত্রযুব ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ৷ উপস্থিত ছিলেন SFI ও TSU এর বিভিন্ন নেতৃবৃন্দ ৷
মূলত গত ৪ঠা মে ককবরক স্ক্রিপ্ট নিয়ে মুখ্যমন্ত্রীর একটি চিঠি তাদের নিকট এসেছিলো ৷ সেই চিঠিতে উল্লেখ ছিল যে, CBSE বোর্ডের ছাত্রছাত্রীরা শুধুমাত্র বাংলা হরফেই তাদের পড়াশোনা এবং পরীক্ষা দিতে পারবে ৷ কিন্ত রোমান হরফে পড়াশোনা এবং পরীক্ষা দিতে পারবেনা ৷ গোটা বিষয়টি CBSE বোর্ডের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ৷ সেই লক্ষ্যে ২০২৩ বিধানসভা অধিবেশনে বিরোধীদল উক্ত বিষয়টির স্বুর চড়িয়েছিলো বাংলা হরফের পাশাপাশি রোমান হরফেও যেন CBSE বোর্ডের পড়াশোনা ও পরীক্ষা নিড়িক্ষার প্রক্রিয়াকরণ শুরু করা যায় ৷ ঠিক সেই মর্মে সমর্থন জানিয়ে TSU-র সাধারণ সম্পাদক উনার বক্তব্য পেশ করেন ৷ কারন বিগত বামফ্রন্ট সরকারের আমলে বাংলা এবং ককবরক উভয় ভাষাতেই পড়াশোনা হয়েছিলো এবং পরীক্ষা দেওয়া হয়েছিলো ৷ কিন্ত বর্তমানে কেন হয়নি তা নিয়ে আজকের এই প্রেসমিট এর আয়োজন করেন তারা ৷