ভারতের খালিস্থানপন্থী নেতা অমৃতপাল সিং পাঞ্জাব পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ৷ পাঞ্জাব পুলিশ রবিবার তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে বলে খবর ভারতীয় সংবাদমাধ্যমে ৷
পাঞ্জাব পুলিশ পরে বিস্তারিত জানাবেন ৷ জনগনকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে, কোনো ভুয়া খবর শেয়ার করবেননা, সত্যতা যাচাই করে তারপর শেয়ার করবেন ৷
৩০ বছর বয়ষী অমৃৎ পাল গত ১৮ই মার্চ থেকে ৩৬ দিন ধরে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন ৷ এ সময় তাঁকে খুঁজে বের করতে ব্যাপক অভিযান চালানো হলেও ‘ওয়ারিশ দে পাঞ্জাব’ সংগঠনের এই নেতাকে খুঁজে পায়নি পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, পলাতক অমৃৎ পাল পাঞ্জাবের মেগা জেলার রোদ গ্রামের গুরুদুয়ারায় আত্মসমর্পণ করেছেন ৷
ভারত সরকার অমৃৎ পালকে ‘খালিস্থানি পাকিস্থানি’ এজেন্ট বলে বর্ননা করেছেন ৷ অমৃৎপাল কয়েক বছর ধরে পাঞ্জাবে তৎপরতা চালিয়ে আসছিলেন এবং তাকে প্রায়ই সশস্ত্র সমর্থক বেষ্টিত অবস্থায় দেখা যেত ৷ তিনি নিজেকে খালিস্থানপন্থি বিচ্ছিন্নতাবাদী নেতা জার্নাইল সিং তিন্দ্রানওয়ালের অনুসারি বলে দাবী করে থাকেন ৷ তার সমর্থকদের মধ্যে তিনি ‘দ্বিতীয় তিন্দ্রানওয়ালে’ নামে পরিচিত ৷