ভারতীয় মজদুর সংঘ(BMS) উত্তর জেলাকমিটি চারদফা দাবির ভিত্তিতে জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন
আজ বুধবার দুপুর ১২টা নাগাদ , ভারতীয় মজদুর সংঘ গোটা দেশ তথা রাজ্যের প্রতিটি জেলার সঙ্গে উত্তর ত্রিপুরা জেলা কমিটি ও প্রধানমন্ত্রীর উদ্যেশ্যে চার দফা দাবির ভিত্তিতে উত্তর জেলার জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন। উক্ত ডেপুটেশনে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের কেন্দ্রীয় নেতৃত্ব দেবশ্রী কলই, তৎসঙ্গে উপস্থিত ছিলেন বিএমএস উত্তর ত্রিপুরা জেলা কমিটির সভাপতি সুব্রত রুদ্র পাল, সম্পাদক বিপ্লব দাস সহ ভারতীয় মজদুর সংঘের উত্তর জেলা কমিটির সকল কার্য্যকর্তা গণ। আজকের ডেপুটেশনে চার দফা দাবির মধ্যে ছিল ন্যুনতম মজুরির পরিবর্তে জীবিকা মজুরি প্রদান, আর্থিক বিকাশের জন্য রাষ্ট্রসম নীতি লাগো করা, ঠিকাদারি প্রথা বন্দ করা এবং সামাজিক নিরাপত্তা প্রদান। এই চার দফা দাবি নিয়ে প্রধানমন্ত্রীর উদ্যেশ্যে জেলাশাসকের নিকট ডেপুটেশনে মিলিত হন। ডেপুটেশনে বিস্তারিত জানান bms এর কেন্দ্রীয় নেতৃত্ব দেবশ্রী কলই