বুধবার সকালে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতরভাবে জখম তিন যুবক। ঘটনা কমলা সাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোট জাতীয় সড়কে। বাইকে বিশালগড় থেকে আগরতলার দিকে যাবার পথে সেকেরকোট জাতীয় সড়কে অপর অপর দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় গুরুতর জখম হয় তিন যুবক। খবর পেয়ে ছুটে আসে দমকল। তাঁরা এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায় হাঁপানিয়া হাসপাতালে।