বড়দিনের ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। রবিবার রাতে TR 01 0286 নম্বরের একটি মারুতি গাড়ি দুর্ঘটনার করলে পড়ে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অধীন তেবাড়িয়া এলাকায়। এই দুর্ঘটনায় ৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জিবি হাপাতালে পাঠায়। গুরুতর আহত গাড়ির চালক জিবি হাসপাতালে মারা যান। স্থানীয় সূত্রে খবর বড়দিনের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় বাঁক নিতে গিয়ে তেবাড়িয়া বিদ্যুৎ অফিস এলাকায় কালি মন্দিরের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনায ঘটে।