*ব্রাউন সুগার পাচারকারীর এক ব্যক্তি আটক*
ঘটনা বুধবার দুপুর ১ টা নাগাদ । পুলিশ সুপারের নেতৃত্বে ধর্মনগর রেল স্টেশন এলাকা থেকে ব্রাউন সুগার পাচারকারীর এক ব্যক্তি আটক। পাচারকারীর নাম গৌতম চক্রবর্তী বয়স (৫০),বাড়ী আমবাসা কুলাই,ধলাই ত্রিপুরা । জানাগেছে সে ধর্মনগর রেল গেইট এলাকা থেকে ব্রাউন সুগার ক্রয় করে শিলচর আগরতলা ট্রেনেচেপে রেলযোগে আমবাসা পাড়ি দেবার প্রাকমুহুর্তে রেলস্টেশন সংলগ্ন এলাকায় থেকে সদ্য ধর্মনগরে পুলিশ সুপারের দায়িত্বে আসা ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে তাকে আটক করা হয়। আটককৃত ব্রাউন সুগারের কালোবাজারে মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানাগেছে ।