ব্যাগের মধ্যে নবজাত শিশুর মৃতদেহ উদ্ধার ! !
সমাজ আজ কলঙ্কিত ! কলঙ্কিত মায়ের মমতা ! কোথাও প্রাণ দিয়ে কোনো মা রক্ষা করছে তাঁর সন্তানকে তো কোথাও প্রাণ রক্ষার্থে কেউ কেউ পরিত্যাগ করছে নিজের সদ্যজাত সন্তান ৷ কোথায় মায়ের সেই মমতা ? কোথায় মা শব্দের তাৎপর্য ? সবই আজ ধ্বংসের পথে ৷
অবশেষে এক পরিত্যাক্ত সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার হল একটি ব্যাগ থেকে ৷ ঘটনায় হতবাক প্রত্যক্ষদর্শীরা ৷ ঘটনাটি ঘটেছে মন্দির নগরী বলে পরিচিত উদয়পুরে সোমবার দুপুরে ৷
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার দুপুরে উদয়পুর অমরপুর সড়কের পাশে পঁচা গন্ধযুক্ত ময়লা আবর্জনার স্তুপের মধ্যে একটি ব্যাগ দেখতে পায় কিছু লোকজন ৷ ব্যাগ থেকে তীব্র দুর্গন্ধ আসছে বুঝতে পেরে ব্যাগটিতে কি আছে তা খতিয়ে দেখতে গেলেন তারা ৷ ব্যাগ খুলেই হতভম্ভ আম জনতা ৷ ব্যাগ থেকে উদ্ধার হল এক সদ্যজাত শিশুর মৃতদেহ ৷ মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসীরা আন্দাজ করে কে বা কাহারা সদ্যজাত এই শিশুর মৃতদেহটি ফেলে গেছে ৷ কিন্ত কারা এই দুস্কর্ম সাধন করেছে এলাকাবাসীরা কেউ কিছু জানেন না বলে জানা যায় ৷
সেখানে ঘটনাস্থলে শিশুর মৃতদেহটিকে স্থানীয় এলাকাবাসীরা দেখতে পেয়ে সাথে সাথে খবর দেয় মহারানী ফাঁড়ী থানায় ৷ তৎক্ষনাৎ খবর পেয়ে ছুটে আসে মহারানী ফাঁড়ী থানার পুলিশ বাহিনী ৷ পরপর্তী সময়ে সদ্যজাত শিশুর মৃতদেহটি উদ্ধার করে মহারানী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় ৷ পুলিশ তদন্ত শুরু করেছে সদ্যজাত শিশুর মা বাবার পরিচয় জানার জন্য ৷
এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই সদ্যজাত শিশুটির দেহে হাসপাতালের একটি স্টিকার লাগানো ছিল বলে জানা গেছে ৷ অতএব কেউ হাসপাতালে জন্ম দেওয়ার পর পরই এই নবজাত শিশুটিকে আবর্জনায় ফেলে চলে গেছে ৷ এই স্টিকারের সূত্র ধরে হয়তো মৃত শিশুটির বাবা মায়ের খোঁজ মিলতে পারে ৷ পুলিশ তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসবে বলে ধারনা করা হচ্ছে ৷ গোটা ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পরে উদয়পুর এলাকায় ৷ দেখার বিষয় পুলিশ অপরাধীদের হদীশ পেতে সফল হয় কিনা ৷