‘ব্যক্তিস্বার্থে কাজ করা নেতাদের রাজনৈতিক দল আজ জনবিচ্ছিন্ন হয়ে পরেছে’ !
শুক্রবার ১০ মজলিশপুর বিধানসভা অন্তর্গত মোহনপুরের গুরুকুল কমিউনিটি হলঘরে আয়োজিত ভারতীয় জনতা পার্টি ১০ মজলিশপুর মন্ডল কার্যকারিনী বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ৷
তিনি আরও বলেন, ‘জনগণের স্বার্থ ভুলে যে রাজনৈতিক দলের নেতারা ব্যক্তিস্বার্থে কাজ করেছিলেন,জনগন তাদের ছুড়ে ফেলে দিয়েছে ৷ ফলে অনেক রাজনৈতিক দল এখন জনবিচ্ছিন্ন দলে পরিনত হয়েছে’ ৷ মন্ডল বিজেপির কার্যকারিনী বৈঠকে ঠিক এভাবেই সুর চড়ালেন স্থানীয় বিধায়ক তথা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ৷
এদিন শ্রী চৌধুরী বলেন, ‘বিজেপি হচ্ছে মতাদর্শ ভিত্তিক সুসংবদ্ধ সংগঠনের ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা একটি দল ৷ বিভিন্ন মতাদর্শ,জাতি,ধর্ম,অর্থনৈতিক স্বার্থ ও কর্ম পন্থার বিভিন্নতার উর্ধ্বে ওঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এই মন্ত্রে দিক্ষীত হয়ে আমাদের সবাইকে জনগনের স্বার্থে কাজ করে যেতে হবে ৷ তাই নিয়মিত ধৈর্য সহকারে জনগনের অভাব অভিযোগ শোনতে হবে এবং তাদের উত্থাপিত সমস্যার সমাধান করতে হবে ৷ বিজেপির প্রতিটি কার্যকর্তার মূল লক্ষ্য দেশ ও জনগনের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা ৷
তিনি আরও বলেন, দায়িত্ববাণ রাজনৈতিক দল হিসেবে আমাদের দলের প্রতিটি কার্যকর্তাকে জাতীয় স্বার্থে উদ্বুদ্ধ হতে হবে ৷ বিজেপির প্রত্যেক কার্যকর্তাদের সমগ্র জাতির স্বার্থ সাধনে আত্মনিয়োগ করতে হবে ৷
তাঁর কটাক্ষ, ইতিহাস সাক্ষী আছে ব্যক্তি স্বার্থের কথা মাথায় রেখে যে রাজনৈতিক দল কাজ করেছে জনগণ তাদের ছুড়ে ফেলে দিয়েছে ৷ জনগণের স্বার্থের জন্য কাজ না করে শুধুমাত্র নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য কাজ করা অনেক রাজনৈতিক দল আজ জনবিচ্ছিন্ন দলে পরিনত হয়েছে ৷
তাঁর দাবি, প্রত্যেক রাজনৈতিক দলের চূড়ান্ত লক্ষ্য হল জনসমর্থনের ভিত্তিতে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করা এবং শাসনকার্য পরিচালনার মাধ্যমে দলীয় আদর্শ ও উদ্দেশ্যকে কার্যকর করা ৷ এই মানসিকতা নিয়ে কাজ করে গেলে দেশ ও রাজ্যের লাভ হবে ৷ ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তাকে একই মানসিকতা ও মতাদর্শে সুসংবদ্ধ হতে হবে, বলেন তিনি ৷
এদিন তিনি হুশিয়ারী দিয়ে বলেন, ‘বিজেপির নাম ভাড়িয়ে কোন ধরনের অনৈতিক কাজে কেউ যুক্ত হলে ভবিষ্যতে দল তাদের পাশে দাঁড়াবেনা!