বোধিসত্ব হত্যা মামলার চার দোষীর যাবজ্জীবন কারাদন্ড ঘোষণা করলো আদালত!!
শনিবার বোধিসত্ব দাস হত্যা মামলার অভিযুক্ত চারজন দোষীকে যাবজ্জীবন কারাদন্ড এর নির্দেশ দিলো আদালত ৷ এরসঙ্গে ৫০ হাজার টাকা করে প্রত্যেককে আর্থিক জড়িমানা করা হয়েছে ৷ অনাদায়ে আরো তিন মাসের জেল এর নির্দেশ দিলেন আদালতের বিচারক ৷
রাজধানীর চাঞ্চল্যকর বোধিসত্ব দাস হত্যা মামলায় অভিযুক্তদের শুক্রবার দোষী সাভ্যস্ত করে আদালত ৷ এই মামলায় অভিযুক্ত রাজ্য পুলিশের প্রাক্তন ট্রাফিক ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস,সোয়েব মিঞা ওরফে ওমর শরীফ,বাপী বনিক এবং সুমিত চৌধুরী ওরফে বাবাইকে শুক্রবার জেলা দায়রা আদালতে তোলা হয় ৷ দীর্ঘ সুনানির পর আদালতের বিচারক অভিযুক্তদের দোষী সাভ্যস্ত করে ৷
শনিবার চারজন দোষীকে যাবজ্জীবন কারাদন্ড এর নির্দেশ দেন আদালত ৷
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালের ৩রা আগষ্ট রাতে শহরের জ্যাকসন গেইট এলাকায় নৃশংসভাবে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মারা হয় ইউকো ব্যাঙ্কের ধর্মনগর ব্রাঞ্চের ম্যানেজার বোধিসত্ব দাসকে ৷ এরপর গুরতর আহত বোধিসত্বকে কলকাতায় স্থানান্তরিত করা হয় এবং কিছুদিনের মধ্যেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বোধিসত্ব দাসের ৷ এই মামলায় ৫৬ জনের সাক্ষ বাক্য গ্রহণ করা হয় ৷