বোধিসত্ব দোষী মামলায় চার অভিযুক্তই দোষী সাব্যস্ত, সাজা ঘোষণা শনিবার ৷
শহরে চাঞ্চল্যকর বোধিসত্ব দাস মামলায় অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করলো আদালত ৷ সাজা ঘোষণা কী হবে শনিবার ?
২০১৯ সালের ৩ আগষ্ট রাতে শহরের জ্যাকশন গেটে নৃশংসভাবে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় ব্যাঙ্ক ম্যানেজার বোধিসত্ব দাসকে ৷ এরপর ২ কলকাতার একটি হাসপাতালে মারা যান ইউকো ব্যাঙ্কের ধর্মনগর ব্রাঞ্চের ম্যানেজার বোধিসত্ব দাস ৷ এই খুনের ঘটনায় চার অভিযুক্তের নাম উঠে আসে ৷ অভিযুক্তরা হল কালিকা জুয়েলার্সের কর্নধারের ছেলে সুমিত চৌধুরী ওরফে বাবাই, কলেজটিলা এলাকার ঠিকাদার সুমিত বনিক ওরফে বাপী, ট্রাফিক পুলিশের প্রাক্তন ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস এবং সোয়েব মিঞা ওরফে ওমর শরীফ ৷
২০১৯ সালের ৪ ডিসেম্বর এই মামলা নিয়ে বোধিসত্ব দাসের মা মামলা করেন থানায় ৷ তখনও বেঁচেছিলেন বোধিসত্ব ৷ জিবি হাসপাতাল থেকে ৭ আগষ্ট ২০১৯ সালে তাঁকে কলকাতার মেডিকা সুন্দর স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় ৷ ওই হাসপাতালেই ১৬ আগষ্ট সকাল ৯ টা ৩০ মিনিট নাগাদ মারা যান ৷
চাঞ্চল্যকর এই মামলার তদন্ত করে আদালতে ভারতীয় দন্ডবিধি ৩০২ ধারায় চার্জশিট জমা করেন তদন্তকারী পুলিশ ৷ দীর্ঘ দুই বছর বিভিন্ন সাক্ষ বাক্য শোনার পর শুক্রবার চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত ৷ শনিবার তাদের সাজা ঘোষণা করবে জেলা ও দায়রা আদালত ৷