বেকারদের স্বনির্ভর করার লক্ষ্যে কাজ করছে সরকার: মন্ত্রী টিংকু রায়
রবিবার উত্তর ত্রিপুরা জেলার কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক বৈঠকে যোগ দিয়েছেন মন্ত্রী টিংকু রায় ৷ রবিবার সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি মাতা বিশ্বেশ্বরী সেবা আশ্রম এবং লোকনাথ আশ্রমের উৎসবে যোগদান করেন মন্ত্রী ৷ তাছাড়া এদিন কদমতলা ও কালাছড়া ব্লকের দুটি পৃথক পৃথক ধুপকাঠি শলার ইন্ডাস্ট্রি পরিদর্শন করেছেন মন্ত্রী টিংকু রায় ৷
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানায়, যুবকরা যাতে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে ব্যবসা বানিজ্য আরো এগিয়ে নিয়ে যায় তারজন্য বিশেষ গুরুত্ব দিয়েছেন রাজ্য সরকার ৷ সরকার বেকারা বিভিন্ন দিক থেকে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে বিভিন্ন ব্যঙ্কের মাধ্যমে খুব সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছে ৷ সরকারি সহায়তা ইচ্ছে করলেই যেকোনো বেকার যুবক যুবতী নিজের পায়ে দাঁড়াতে পারে ৷ তবেই ধীরে ধীরে কমে আসবে সরকারি চাকরির মোহ ৷