‘আজাদী কা অমৃৎ মহোৎসব’ এবং আন্তর্জাতিক যোগা দিবস কে সামনে রেখে বৃহস্পতিবার শৈবতীর্থ ঊনকোটির পাদদেশে বি এস এফ এর ১৯৯ নং ব্যাটেলিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হয় যোগা প্রদর্শনি ৷ এতে বি এস এফ এর পুরুষ ও মহিলা কর্মীরাও অংশ নিয়েছেন ৷
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাটেলিয়নের কমান্ডেন্ট অতূল সাইনি, ডেপুটি কমান্ডেন্ট নরেশ কুমার সাইনি, এসিস্টেন্ড কমান্ডেন্ট প্রমোদ কুমার সহ বি এস এফ এর অন্যান্য আধিকারিকরা যোগা প্রদর্শনিকে কেন্দ্র করে গোটা ঊনকোটির পাদদেশে এক উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যায় ৷
উল্লেখ্য বি এস এফ এর ১৯৯ নং ব্যাটেলিয়নের অধীনে গোটা কৈলাশহর মহকুমার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক পাহাড়ার দায়িত্ব ৷ সম্প্রতি এই দায়িত্ব নিয়েছেন ব্যাটেলিয়ন ৷
যোগা প্রদর্শনি শেষে বিস্তারিত তুলে ধরেন কমান্ডেন্ট অতূল সাইনি ৷