প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৯ বছরের শাসনে কোথায় কোথায় বিকাশ হয়েছে সেটা জনসম্মুখে তুলে ধরার জন্য দীর্ঘ একমাস গোটা দেশব্যাপী বিকাশ তীর্থ কর্মসূচির আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি। এরই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার রাইমাভ্যালী মন্ডলের উদ্যোগে নারিকেল কুঞ্জে বিকাশ তীর্থ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক ফনি ভূষণ দাস, বিজেপি ধলাই জেলা কমিটির সভাপতি পরিমল দেববর্মা, সহ-সভাপতি বিকাশ চাকমা, রাইমাভ্যালী মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা প্রমুখ। সেখানে সাংসদ রেবতী ত্রিপুরা বক্তব্য রাখতে গিয়ে বলেন কেন্দ্রীয় স্কিমের টাকায় গোটা দেশে অনেক জায়গায় অনেক কাজ হয়েছে। রাইমাভ্যালীও এর থেকে পিছিয়ে নেই। তিনি বলেন নারিকেল কুঞ্জের উন্নয়ন এটাও কেন্দ্রীয় সরকারের টাকায় করা হয়েছে। সাংসদ আরো বলেন মোদিজীর ৯ বছরের শাসন মূলত সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের নামে কাজ করেছেন। যাতে দেশের সেবা, গরিব মানুষের কল্যাণ এবং সুশাসন প্রতিষ্ঠিত হয়। কেন্দ্রীয় স্কিমের টাকায় রাজ্যেও ব্যাপক মাত্রায় উন্নয়নমূলক কাজ করা হয়েছে। সাংসদ বলেন বিগত সরকারের আমলে নারিকেল কুঞ্জে ভয়ে কেউ আসতে চাইছিল না। সেখানে সেই সময় নামে মাত্র কয়েকটি নারিকেল গাছ ছিল। বর্তমানে কেন্দ্রীয় সরকারের টাকায় নারিকেল কুঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। পাশাপাশি এর আশপাশ এলাকায় হটিকালচার ডিপার্টমেন্টের মাধ্যমে এবং বিভিন্ন কৃষকদের উদ্যোগে বিদেশি আমের চাষ করা হচ্ছে। এত আকর্ষণ, এত সুন্দর্য, অনেক কিছু যে ডেভলপমেন্ট এটা একমাত্র নরেন্দ্র মোদির শাসনে সম্ভব হয়েছে বলে সাংসদ রেবতী ত্রিপুরা তার বক্তব্যে তুলে ধরেন।