বৃহস্পতিবার বনমালীপুর কেন্দ্রের ধলেশ্বর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে লিফলেট তুলে দিলেন বিধায়ক গোপাল চন্দ্র রায়। লিফলেটে তারা তুলে ধরেন,
১১ বছরের ‘মন কি বাত’ এর অনেক পর্বই শোনা হল। কিন্তু কোনও পর্বেই সাধারণের জীবনযন্ত্রণা, নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব, সামাজিক অবিচার, নারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ, এস.টি, এস.সি, ও.বি.সি ও সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযন্ত্রণার কথা শোনা গেলো না।