মহিলা কুস্তীগিরদের সাথে যৌন হেনস্তার প্রতিবাদে বিজেপি এমপি বিজু ভূষন শরণ সিং এবং হরিয়ানার মন্ত্রী সন্দীপ সিং কে গ্রেফতার এবং আমতলী বাইপাসে কলেজ ছাত্রীর উপর গণধর্ষনকারীদের ও অমরপুরে দুই উপজাতি কিশোরীর উপর ধর্ষনকারীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে বৃহস্পতিবার প্যাড়াডাইস চৌমুহনী এলাকায় গনসাক্ষর সংগ্রহ করলো সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতি ৷
দেশের পদকজয়ী মহিলা কুস্তিগীরদের তরফে অভিযুক্ত বিজু ভূষনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে ৷ কিন্ত অবাক করার বিষয় হল সুপ্রিমকোর্টের নির্দেশে FIR হওয়া অভিযুক্ত বিজু ভূষনের গ্রেফতার এখনো হয়নি, যা দেশের জন্য অশুভ সংকেত ৷ কারন এধরনের ভূমিকার ফলে দেশ ও রাজ্যের নারীর নিরাপত্তা বিপদমুখী ৷ যদিও তাঁর গ্রেফতারের দাবিতে কুস্তিগীরদের ধর্না আজও যন্তর মন্তরে হচ্ছে ৷
এদিন কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদিকা ঝর্ণা দাস বৈদ্য, কৃষ্ণা রক্ষিত সহ অন্যান্যরা ৷ এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির নেত্রী কৃষ্ণা রক্ষিত বললেন,’ মহিলা কুস্তিগীরদের উপর বিজেপি সাংসদ বিজু ভূষন শরণ সিং এবং হরিয়ানার মন্ত্রী সন্দীপ সিং এর যৌন হেনস্তার প্রতিবাদে যন্তর মন্তরে সমাবেশে মহিলা কুস্তিগীররা ধর্নায় সমবেত হয়েছে ৷ তাদের এই প্রতিবাদী আন্দোলনকে আমরা সমর্থন জানাচ্ছি এবং অবিলম্বে বিজেপি এমপি বিজু ভূষন শরণ সিং এবং হরিয়ানার মন্ত্রী সন্দীপ সিং কে গ্রেফতারের দাবি জানাচ্ছি, পাশাপাশি কঠোর শাস্তির দাবি জানাচ্ছি ৷ পাশাপাশি ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রকাশ্যে একজন কলেজ ছাত্রী গণধর্ষিতার শিকার হয় এবং অমরপুরে দুজন জনজাতি কিশোরী দশজনের পাশবিক লালসার শিকার হয়, তার প্রতিবাদে আমরা মানুষকে সমবেত করছি,এবং আগামীদিনেও সেই প্রতিবাদ জাড়ি থাকবে সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতির তরফ থেকে’ ৷