ত্রিপুরায় সাইবার অপরাধ কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে ত্রিপুরার সবগুলো থানা ৷ তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ত্রিপুরা বোধজংনগর থানার উদ্যোগে সচেতনতামূলক এক সভার আয়োজন করা হয় ৷ এদিনের এই সচেতনতামূলক সভাটি অনুষ্ঠিত হয় ত্রিপুরা খয়েরপুরস্থিত গীতবিতান হলে ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী, মহিলা পুলিশ আধিকারিক পারমিতা পান্ডে সহ পুলিশের অন্যান্য আধিকারিকেরা ৷ এদিন বক্তব্য রাখতে গিয়ে মহিলা পুলিশ আধিকারিক পারমিতা পান্ডে বলেন,’পুলিশ ডিপার্টমেন্ট পশ্চিম ত্রিপুরা জেলার সব জায়গাতেই সাইবার awareness ক্যাম্পিং করছে, যাতে সকল মানুষ সাইবার অপরাধ সম্পর্কে সচেতন হয়’ ৷