বাংলায় একটা কথা প্রচলিত আছে, সেটা হলোঃ “কাঁটা দিয়ে কাঁটা তোলা” অর্থাৎ ক্ষতিকর বস্তুকে ব্যবহার করেই ক্ষতির পরিমান রোধ করা যায় ৷ এমনটাই সাধারণত হয়ে থাকে টেক্সটাইল রিসাইক্লিং এর ক্ষেত্রে ৷
পরিত্যাক্ত প্লাস্টিকগুলোকে রিসাইক্লিং এর মাধ্যমে পুনরায় নতুন পন্য উৎপাদন এবং পরিবেশ দূষণ কমানোর লক্ষ্যকে সামনে রেখে বৃহস্পতিবার চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যবহৃত প্লাস্টিক দ্রব্য গুলো স্টোর করার জন্য পশ্চিম চন্দ্রপুর এর সূত্রধর পাড়ায় একটি নব নির্মিত বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপিত হয় ৷ উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন সহ আরো অন্যান্যরা ৷
এই ব্যবহৃত প্লাস্টিক জমা করে রাখার জন্য এলাকার অনেক নাগরিকের বাড়িতে পঞ্চায়েত থেকে একটি করে বক্স দেওয়া হয়েছে ৷ সেই ব্যবহৃত প্লাস্টিক গুলো ওই বক্সে জমা করে ওই স্টোরে এনে জমা দেওয়ার পর ৫০ টাকা করে পাবে এলাকার বাসিন্দারা ৷ এই প্লাস্টিকগুলো রিসাইক্লিং এর পর নতুন দ্রব্য তৈরি করা হবে ৷