বুধবার সকাল ১০ টায় মেলার মাঠ মহিলা কমিশনের শিশু রক্ষনাগারের কর্মীরা এক ডেপুটেশনে মিলিত হন ৷
সংবাদ মাধ্যমের সাথে রক্ষনাগারের এক কর্মী জানান, সমাজকল্যাণ পর্ষদের উদ্যোগে শিশুদের সুরক্ষার জন্য একটি সংগঠন তৈরি হয় যা শিশু রক্ষনাগার হিসেবে পরিচিত ৷
এই দপ্তরের কর্মীরা ১৫ বছর ধরে কাজ করে যাচ্ছে ৷ বছরের বছর যাওয়ার পরও কর্মীদের বেতন ঠিকভাবে দিচ্ছেনা বলে অভিযোগ ৷
ডিসিসি-র উদ্যোগে থাকাকালীন ছয়মাস নয়মাস অন্তর অন্তর টাকা পেলেও এখন অভয়নগর মালঞ্চনিবাসে আসার পর থেকে বছর পেরিয়ে গেলেও কর্মীদের জোটছেনা বেতন বলে অভিযোগ ৷
এখন শিশু রক্ষনাগারের কর্মীরা ১৫ মাস ধরে বেতন না পাওয়ার দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করেন মহিলা কমিশনের নিকট ৷