রাজ্যের মুখ্যমন্ত্রীর মানবিক রুপ!
গত রবিবার খোয়াই নদীতে স্নান করতে গিয়ে তিন শিশু সমাধি হয় ৷ বুধবার শোকার্ত পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷
রবিবার খোয়াই নদীতে স্নান করতে গিয়ে জলের তলায় তলিয়ে যায় তিন শিশু ৷ এই মর্মান্তিক ঘটনায় শোকস্তদ্ধ হয়ে পড়েন মহকুমাবাসী ৷ বুধবার এই শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ৷
এদিন এক ঝটিকা সফরে খোয়াইয়ে রঞ্জিত রায়ের বাড়িতে যান ৷ সেখানে ছিল রঞ্জিত রায়ের মেয়ে বাবলি রায়ের অন্ত্যেষ্টিক্রিয়া , এবং মৃত বাবলি রায়ের পিতার সাথে কথা বলে সমবেদনা জ্ঞাপন করেন এবং রঞ্জিত রায়ের হাতে আর্থিক সহায়তা হিসেবে চার লক্ষ টাকার চ্যাক তুলে দেন মুখ্যমন্ত্রী ৷
সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সোজা চলে যান সপ্তদ্বীপ এবং মৌটুসীর দাদুর বাড়িতে ৷ সেখানে মর্মাহত এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং শোক জ্ঞাপন করেন ৷
মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এই ঘটনায় গভীরভাবে শোকাহত তিনি ৷
শোকাহত পরিবারকে শান্তনা দেওয়ার মতো উনি ভাষা খোঁজে পাচ্ছেন না ৷ সন্তানদের ফিরিয়ে দেওয়া সম্ভব নয় কিন্ত সর্বদা সরকার এবং দল উনাদের পাশে থেকে সর্বত্রভাবে সাহায্যর জন্যে প্রস্তত থাকবে ৷
মৃত সপ্তদ্বীপের পরিবারের সাথেও মিলিত হয়ে মুখ্যমন্ত্রী শোকাহত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন ৷
তিনি জানান, বিশালগড়ে মৌটুসীর বাড়িতেও যাবেন তিনি ৷
মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার এই হেন মানবিকতার রুপ দেখে গোটা এলাকাবাসী আপ্লুত ৷ শত ব্যস্ততার মাঝেও শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে হৃদয় ছুঁয়ার নজির গড়লেন মুখ্যমন্ত্রী ৷
এদিনের মুখ্যমন্ত্রীর সফরের কাজে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণি রায়,জেলা পরিষদের সদস্য শুব্রত মজুমদার,খোয়াই জেলার পুলিশ সুপার ডঃ রমেশ যাদব, জেলাশাসক ডি.কে চাকমা, মহকুমা শাসক বিজয় কুমার সিংহা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগন ৷