মরণোত্তর কীর্তি সম্মানে ভূষিত হলেন রাজ্যের শহীদ বি এস এফ জওয়ান সুদীপ সরকার ৷ বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শহীদ সুদীপ সরকারের স্ত্রীর হাতে এই উপাধি তুলে দেন ৷
শহীদ সুদীপ সরকারের বাড়ি ত্রিপুরার ধলেশ্বর ৷ তিনি BSF-র ১৬৯ ব্যটেলিয়নে কর্মরত ছিলেন ৷ ২০২০ সালের নভেম্বরে জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া সেক্টরে সীমান্তে পাহাড়ার দায়িত্বে ছিলেন ৷ ২০২০ সালের ৭ নভেম্বর হঠাৎ করেই সেখানে জঙ্গী হামলা হয় ৷ সীমান্তে জওয়ানদের লক্ষ্য করে প্রথমে জঙ্গীরা গুলি চালায় ৷ পালটা জওয়ানরাও গুলি চালায় ৷ এক জঙ্গীর মৃত্যুও হয় ৷ এরপর জঙ্গীরা হ্যান্ড গ্রেনেট ছুড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুদীপ সরকারের ৷