হাজার হাজার কার্যকর্তাদের সম্মিলিত সমর্পনে পর পর দুইবার বিশাল জন সমর্থন নিয়ে কেন্দ্রে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন জনকল্যাণকারী বিজেবি সরকার প্রতিষ্ঠিত হয়েছে ত্রিপুরা রাজ্যে ৷
এই ধারাবাহিকতায় এবার ‘জনসম্পর্ক থেকে সমৃদ্ধি’র মন্ত্র নিয়ে আরো বিপুল উদ্যমে ভারতীয় জনতা পার্টির ভাবধারা পৌঁছে যাবে প্রতিটি ঘরে ৷
এই লক্ষ্যকে সামনে রেখে আজ অর্থাৎ বুধবার সকাল ১১ টায় উত্তরজেলার ভারতীয় জনতা পার্টি জেলা কমিটির উদ্যোগে ধর্মনগর পদ্মপুরস্থিত জেলা কার্যালয় ‘অটল ভবন’-এ এক জেলা কার্যকারিনী বৈঠকের আয়োজন করা হয় ৷
উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন জেলা সভানেত্রী মলিনা দেবনাথ ৷ উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমিত দে এবং কাজল দাস, বিধায়ক বিনয় ভূষন দাস, জেলা সভাধিপতি ভবতোষ দাস সহ অন্যান্য পদাধিকারিগন ৷
এদিন দলীয় পতাকা উত্তোলন করেন জেলা সভানেত্রী মলিনা দেবনাথ ৷ প্রদীপ প্রজ্জোলন এবং শ্যামাপ্রসাদ মুখার্জী, দীন দয়াল উপাধ্যায় ও ভারতমাতার প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে উক্ত বৈঠকের শুভ সূচণা হয় ৷