বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষের সাথে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী । রবিবার দুপুরে রাজধানী দিল্লিতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। দুজনের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। বিধানসভা নির্বাচন সহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় দুজনের মধ্যে।টুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উনার থেকে প্রাপ্ত মূল্যবান পরামর্শ এবং মার্গদর্শন আমাকে সর্বদা সংগঠনের কাজে আরও দৃঢ়তার সাথে কাজ করতে অনুপ্রেরণা প্রদান করে।