ভারতবর্ষ ঋষি-মনীষীদের দেশ, সময়ের আবহমান কাল থেকে বিশ্ব শান্তি স্থাপনে সন্ত-মহাত্মাদের ভূমিকা রয়েছে অনেক।রবীন্দ্র ভবনে অষ্টলক্ষ্মী সন্ত বিচার সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি আরও বলেন, সম্মেলনের শুভারম্ভে উপস্থিত হয়ে সন্ত-মহাত্মাদের আশীর্বাদ প্রাপ্তির সৌভাগ্য লাভ করি। মা ত্রিপুরাসুন্দরীর পূন্যভুমিতে এই মহতী সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করি।