২০১৮ সালে মানুষের আশীর্বাদ নিয়ে ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই বিশ্বাসকে সামনে রেখে এই জনবিশ্বাস রথযাত্রার আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাত ধরে এ জনবিশ্বাস রথযাত্রার সূচনা হয়। ত্রিপুরার ইতিহাসে এই ধরনের প্রথম রথযাত্রা আয়োজন করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।