*বিশেষ এন এস এস শিবিরের উদ্বোধন*
২৪শে এপ্রিল সোমবার রাজ্যের উমাকান্ত একাডেমির বাংলা মিডিয়াম স্কুলে এক সপ্তাহব্যাপী স্পেশাল এন এস এস ক্যাম্প শুরু হয়। এই ক্যাম্পের উদ্বোধন করলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ৷ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ছাত্রছাত্রী এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে এদিন এন এস এস শিবিরের উদ্বোধন হয় ৷