বিশালগড়ের বিভিন্ন এলাকায় বজ্রপাতে নিহত এক, আহত পাঁচ।
টাকারজলা থানাধীন গোলাঘাটি এলাকায় ধানের জমিতে বজ্রপাতে মৃত্যু হয় বাদল দে (৬০) এর। এদিকে, বিশালগড়ের পূর্ব লক্ষ্মীবিলের পবিত্র দাস, অরবিন্দনগরের কুলসুম বিবি, চাম্পামুড়ার চন্দন দেবনাথ, কদমতলী এলাকার সুমিত্রা সরকার ভৌমিক সহ জাঙ্গালিয়ার বাসন্তি সাহা নামের এক গর্ভবতী মহিলাও বজ্রপাতে গুরুতরভাবে আহত হয়েছেন। তাদেরক্র বিশালগড় হাসপাতাল থেকে জিবিতে রেফার করা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মহকুমা শাসক বিনয় ভূষন দাস সহ বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক। হাসপাতালেই মৃতের পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সাহায্য করা হয়। পাশাপাশি আহতদের পাশেও রয়েছে মহকুমা প্রশাসন।