আই পি এফ টি দলের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া মঙ্গলবার বিধানসভায় গিয়ে স্পীকার রতন চক্রবর্তীর হাতে তাঁর পদত্যাগ পত্র তুলে দেন। আগামী ১২ নভেম্বর আস্তাবল ময়দানে আয়োজিত তিপ্রা মথার জনসভায় আনুষ্ঠানিক যোগ দেবেন। এই নিয়ে আই পি এফ টি দলের তিন বিধায়ক মথায় সামিল হতে যাচ্ছেন। আগেই দুই বিধায়ক পদত্যাগ করে তিপ্রামথায় যোগ দিয়েছেন। এখন মেবার কুমার জমাতিয়াও মথায় সামিল হচ্ছেন। জোট সরকারে জনজাতি কল্যান দপ্তর ও বন দপ্তরের মন্ত্রী ছিলেন। চার বছরের মাথায় তাঁকে মন্ত্রীত্ত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিলো।