আজ বিধায়ক পদ থেকে পদত্যাগ করছেন মেবার কুমার জমাতিয়া। অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। যোগ দেবেন তিপ্রামথাতে। কিছুদিন আগে দিল্লীতে মহিলা সংক্রান্ত কেলেঙ্কারিতে জড়িয়ে জেলও খাটেন তিনি। এরপর আত্মগোপন করেছিলেন IPFT’র প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া।