বিধানসভার দ্বাদশ তম অধিবেশন শুরু হবে ২৩ সেপ্টেম্বর। শুক্রবার বিধানসভার বিএসি কমিটির বৈঠকে গৃহীত হয় এই সিদ্ধান্ত। এইদিনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী জানান দ্বাদশ বিধানসভার দ্বাদশ তম অধিবেশন শুরু হবে ২৩ সেপ্টেম্বর। অধিবেশন হবে দুই দিন। ২৩ ও ২৬ সেপ্টেম্বর এই দুই দিন অধিবেশন বসবে। অধিবেশনে দুইটি সরকারি বিল পেশ করা হবে। তবে যদি বিলের সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে অধিবেশনের দিন পরবর্তী সময় বৃদ্ধি করা হবে বলে ।