বিধানসভায় বানিয়ে দেওয়া সর্বদলীয় কমিটির একটি টিম আজ আগরতলা স্থিত বিভিন্ন হোস্টেলেটে ভিজিট করছেন কোথায় কোথায় কি সুবিধা অসুবিধা আছে? সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন এবং দপ্তরের আধিকারিকদের ব্যবস্থা গ্রহণ করার জন্য জানাচ্ছেন এই কমিটিতে বিভিন্ন ভারতীয় জনতা পার্টির বেশ কিছু এমএলএ এবং ত্রিপুরা মাতার এম এল এ দেরকেও শামিল করা হয়েছে বাইট রঞ্জিত দাস চেয়ারম্যান এ কমিটির