ধর্মনগর মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়, ধর্মনগর পুর পরিষদ,উত্তর ত্রিপুরা জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং নজরুল জন্মজয়ন্তী উদযাপন কমিটির যৌথ উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে স্থানীয় বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে কবি প্রনাম ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ৷
এদিন জেলা শিক্ষা আধিকারিক সনৎ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন প্রদ্যোত দে সরকার, এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী শ্যামল নাথ, জেলা তথ্য ও সংস্কৃতি বিষয়ক কার্যালয়ের সহ-সভাপতি চন্দন সরকার,বিশিষ্ট প্রাবন্ধিক ও সাংবাদিক সমর চক্রবর্তী প্রমুখ ৷
এদিন কবির প্রতিকৃতিতে মাল্যদান এবং পুস্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ৷