বিদ্যালয় শিক্ষা দপ্তর ২০২২ ইংরেজি বর্ষে ‘Chief Ministers Civil Service Public Administration’ সম্মানে ভূষিত হয়েছে ৷ শুক্রবার প্রজ্ঞা ভবনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা’র হাত থেকে এই পুরস্কার ও সংশাপত্র গ্রহণ করেন রাজ্যের শিক্ষা সচিব শ্রী শরদিন্দু চৌধুরী এবং মধ্যশিক্ষা ও বুনিয়াদি শিক্ষা অধিকারের দুই অধিকর্তা যথাক্রমে শ্রী এন.সি শর্মা ও শ্রী বিম্বিসার ভট্টাচার্য্য ৷
শিক্ষা দপ্তরের সকল শিক্ষক-শিক্ষাকা,আধিকারিক ও সব শ্রেনীর কর্মচারীদের এই সাফল্য অর্জনের জন্য অকুন্ঠ অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা ৷