সোমবার দুপুরে পৈত্রিক ভিটায় সমাহিত হলেন প্রয়াত মন্ত্রী এন সি দেববর্মা। এদিন দুপুরে তাঁর মরদেহ পৈতৃক বাড়িতে নিয়ে আসা হলে, এক শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রয়াত মন্ত্রীর নিথর দেহতে ফুল মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, কৃষ্ণপুরের বিধায়ক ডক্টর অতুল দেববর্মা, রামচন্দ্রঘাটের বিধায়ক প্রশান্ত দেববর্মা, খোয়াই জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা সহ আরও অনেকে। উল্লেখ্য, প্রয়াত মন্ত্রী তার স্ত্রী ছাড়াও চার ছেলে এবং চার মেয়ে রেখে গেছেন। কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন এই মৃত্যু রাজ্যের জন্য অপূরণীয় ক্ষতি। এন সি দেববর্মা ছিলেন জাতি জনজাতির মৈত্রী সেতু। শ্রদ্ধা জ্ঞাপন এর পর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত মন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়। শ্মশানে প্রয়াত মন্ত্রী কে শোক সেলামীর মাধ্যমে গার্ড অফ অনার দেওয়া হয় টি এস আর এর একটি কন্টিনজেন্ট এর তরফে।