বিজেপি সরকারের গঠনের পর প্রথম বারের মতো উত্তর জেলার চুড়াইবাড়ি চ্যাকপোস্ট পরিদর্শনে আসলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ৷ সাথে ছিলেন পরিবহন দপ্তরের অধিকর্তা,বিক্রয় কর দপ্তরের অধিকর্তা,খাদ্য দপ্তরের অধিকর্তা,জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকেরা ৷ মঙ্গলবার ২মে সকাল ১০-৩০ মিনিটে প্রথমেই চুড়াইবাড়ি চ্যাকপোস্ট পরিদর্শনে আসেন অর্থমন্ত্রী ও পরিবহন মন্ত্রী, তারা সরজমিনে চ্যাকপোস্ট পরিদর্শন করেন ৷ তারপর অর্থমন্ত্রী বিক্রয় কর দপ্তরের আধিকারিকদের নিয়ে দীর্ঘ বৈঠক করেন ৷ দৈনিক ও মাসিক রেভিনিউ সরজমিনে খতিয়েও দেখেন ৷ এছাড়া চুড়াইবাড়ি চ্যাকপোস্ট থেকে আগামীদিনে আরো রেভিনিউ বৃদ্ধি করা যায় কিনা তা নিয়েও দীর্ঘ আলোচনা হয় ৷