শুক্রবার গভীর রাতে ৬ নং আগরতলা কেন্দ্রের দক্ষিণ ইন্দ্রনগর বিজেপি মন্ডল অফিসে ভাঙচুর চালায় দুষ্কৃতিকারীরা। অভিযোগের তীর বামগ্রেসের বিরুদ্ধে। বিজেপি দলীয় কর্মকর্তারা শনিবার সকালে দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়ে এবং রাস্তা আটকে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ছুটে যায়। ঘটনাস্থলে যান বিজেপি নেত্রী পাপিয়া দত্ত। পরিকল্পিত ভাবে রাজ্যে অশান্তি তৈরি করার চেষ্টা করছে একটি মহল। এমনই অভিযোগ উঠেছে।