বুধবার দ্বিতীয় বারের জন্য রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে নয়া সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ডক্টর মানিক সাহা এছাড়াও শপথ নেবেন অন্যান্য মন্ত্রীরা। শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আজ সকালে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই এয়ারপোর্ট রোড থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ ময়দান পর্যন্ত মুড়িয়ে দেওয়া হয়েছে গেরুয়া চাদরে। রাস্তার দু’ধারে লাগানো হয়েছে অসংখ্য দলীয় পতাকা, প্রধানমন্ত্রীর কাটআউট। গোটা শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।