“২০১৮ সালের মতন অমিত শাহ আবারও রাজ্যে এসে মিথ্যে কথা বলেছে, যেরকম উনি বলেছেন যে, ৭ম পে কমিশন নাকি দেওয়া হয়েছে। কিন্তু আজকে পর্যন্ত কর্মচারীদের দেওয়া বাকি রয়ে গেছে, তারপর বলেছিল বছরে ৫০,০০০ চাকরি হবে, সেটাও হয়নি, ২০১৮ সালে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, রেগার ভাতা ৩৪০ টাকা করবেন, সেটাও পূরণ হয়নি। সাংবাদিক সম্মেলন থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র ত্রিপুরা সফরকে এভাবেই কটাক্ষ করে বিঁধলেন প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। তিনি আরও বলেন, বিজেপির শাসনে একটা শিল্প রাজ্যে গড়ে ওঠেনি, এবং যেগুলো ছিল সেগুলো বিজেপির নেতাদের চাপে রাজ্য ছেড়ে চলে গেছেন”। “জিনিসপত্রের দাম আজকে আকাশ ছোঁয়া, গরীব মানুষ আজকে দিশেহারা। তার পর আপনার গ্যাস, কেরোসিন, পেট্রোল, ডিজেল সবগুলোর দাম বিজেপি আমলে বেড়ে গেছে। উনি বলেছেন যে, ত্রিপুরা রাজ্যে পানীয় জলের সমস্যা মিটে গেছে কিন্তু প্রত্যেক দিন পত্র পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি পানীয় জলের দাবিতে মানুষ রাস্তা অবরোধ করছে। এই রাজ্যে ৯ লক্ষ বেকার, সেই বেকার সমস্যা নিয়ে উনি একটাও কথা বলেনি”