দরজায় কড়া নাড়ছে রাজ্য বিধানসভার নির্বাচন । শাসক -বিরোধী সব রাজনৈতিক দলের অন্দরে ব্যস্ততা তুঙ্গে। শুরু হয়েছে রাজনৈতিক কর্মসূচি। তারই অঙ্গ হিসাবে বিজেপি এস সি মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে বুধবার থেকে শুরু হয়েছে বস্তি সম্পর্ক অভিযান। পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর অভিজিৎ মল্লিক ও বাপি দাস জনসম্পর্ক অভিযান করেন ভট্টপুকুর কালিটিলা রবিদাস পাড়ায়।