রাজনৈতিক স্বার্থে শ্রমিক দরদের দোহাই দিয়ে বিগত দিনে রাজ্যের নাগরিকদের শোষণ করা হয়েছে l বিকল্প না থাকায় সুদীর্ঘ সময় ত্রিপুরার ভাগ্য উপেক্ষিত হয়ে এসেছে l যারা সেই সময়ে চাঁদা ও কমিশনের নামে রাজ্যের মানুষকে শোষণ করে নিজেদের সংসার প্রতিপালন করে এসেছেন, তারাই পুনরায় কৌশলে রাজ্যের মানুষকে ঠকাতে পুনঃউদগ্রীব হচ্ছে l যুব সম্মেলন থেকে এভাবেই বামেদের তীব্র ভাষায় আক্রমণ করলেন সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।