“বিকাশ ও বিশ্বাসের মেলবন্ধনে বামপন্থী বিনাশ থেকে মুক্তি পেয়েছে ত্রিপুরা “।জাতি-জনজাতির বিশ্বাসকে পাশে নিয়ে ২০২৩শে আরো বিপুল জনসমর্থন নিয়ে জনতার সরকার গঠন হবে ত্রিপুরা রাজ্যে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহের উপস্থিতিতে উত্তর ত্রিপুরার ধর্মনগর থেকে “জনবিশ্বাস যাত্রার” শুভসূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।