বামেদের রাজ্য কুস্তি আর কংগ্রেসের সাথে দিল্লিতে দোস্তি। ফের একবার প্রমাণিত হল কথাটা।আসন্ন বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের জোট হওয়া শুধু মাত্র সময়ের অপেক্ষা । ইতিমধ্যে জারি যৌথ বিবৃতি। রাজ্যবাসীর কাছে বাম – কংগ্রেস জোটের বার্তা দেওয়া হয়েছে। বিবৃতিতে স্বাক্ষর করলেন সিপিএম সম্পাদক জীতেন্দ্র চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা। স্বাক্ষর করেছেন বামফ্রন্টের অন্য শরিকরাও।