অবশেষে আইপিএফটি বিধায়ক বৃষকেতু দেববর্মার বিধায়ক পদ বাতিল হচ্ছে। জানালেন অধ্যক্ষ রতন চক্রবর্তী। সোমবার শেষ সুযোগ দেয়া হয়েছিল বৃষকেতু দেববর্মাকে। কিন্তু তিনি সোমবারও শ্ব- শরীরে হাজির হয়নি। বৃষকেতু দেববর্মার বিধায়ক পদ বাতিল করার আবেদন জানিয়েছিলেন আইপিএফটি দলের সভাপতি এন সি দেববর্মা। শারীরিক অসুস্থতার জন্য সোমবার তিনি উপস্থিত হতে না পারলেও, তাঁর হয়ে আইনজীবী উপস্থিত ছিলেন। অধ্যক্ষ রতন চক্রবর্তী জানান, বৃষকেতু অধ্যায় সমাপ্ত। আগামীকাল সিদ্ধান্ত সংবাদ মাধ্যমে জানিয়ে দেবেন।