বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তালা ভেঙে এক গৃহস্ত বাড়িতে চুরি। লিখিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করল ইংলিশ বাজার থানার পুলিশ।
জানা যায় মালদার ইংলিশ বাজার থানার অন্তর্গত মহারাজপুর গ্রামের বাসিন্দা, বকুল দাস। শুক্রবার রাত্রে পাশের গ্রাম কাঞ্চনটারে কীর্তন শুনতে এসেছিলেন সপরিবারে। কীর্তন শুনে বাড়ি ফিরতেই চক্ষু চড়ক গাছ হয় তাদের। দেখতে পান বাড়ির সদর দরজা এবং আলমারির তালা ভাঙ্গা। আলমারিতে থাকা নগদ এক লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। লিখিত অভিযোগ দায়ের করা হয় ইংলিশ বাজার থানায়। জানা যায় শুক্রবার রাতেই ঘটনাস্থলে আসে ইংলিশ বাজার থানার পুলিশ। তার পাশাপাশি তদন্ত নেমে শনিবার সকালে ফের ঘটনাস্থলে যায় ইংলিশ বাজার থানার পুলিশ। তবে এখনো পর্যন্ত এই ঘটনার কিনারা করতে পারিনি পুলিশ। শনিবার সকালে বকুল দাস এবং পরিবারের অন্যান্য সদস্যরা জানান, কিভাবে চুরির ঘটনা ঘটল তারা বলতে পারবেন না। কীর্তন শুনে বাড়ি এসে দেখেন আলমারির তালা ভাঙ্গা। আলমারিতে থাকা নগদ ১ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনায় ইংলিশবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।