আগরতলাঃ আত্মনির্ভর ত্রিপুরা ও আত্মনির্ভর ভারত গড়তে হলে বাড়াতে হবে উৎপাদিত পণ্যের রপ্তানি। আগের তুলনায় বর্তমান সরকারের সময়কালে রাজ্যে উৎপাদিত পণ্য সামগ্রীর রপ্তানি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সরকারের “ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন স্কিম – ২০২২” এর মাধ্যমে রাজ্য ও বহিঃ রাজ্যের শিল্প উদ্যোগীরা ত্রিপুরায় বিনিয়োগ করতে অধিক পরিমাণে উৎসাহিত হচ্ছে। বোধজং নগর ইন্ডাস্ট্রিয়েল কমপ্লেক্স পরিদর্শনকালে শিল্পপতিদের সাথে কথা বলতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি আরও বলেন,
সরকার বোধজং নগর ও আর কে নগর ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের উন্নতি সাধনে যথেষ্ট সচেতন রয়েছে। এই কমপ্লেক্স থেকে বাঁশ জাত উৎপাদিত সামগ্রী ব্যবহৃত হয়েছে ভারতের নবনির্মিত পার্লামেন্ট হাউসে। এখানে আগের তুলনায় ইন্ডাস্ট্রিয়াল ইউনিট বৃদ্ধি পেয়েছে। চাহিদা বেড়েছে গ্যাস ও বিদ্যুতের। পাশাপাশি শিল্প উদ্যোগীদের এই দুটি সমস্যা নিরশনে সরকার চেষ্টা করছে। ২২.০১ কোটি টাকা ব্যয়ে ‘পিএম গতিশক্তি’ স্কীমে বিদ্যুৎ সমস্যা নিরসনে প্রস্তাব রয়েছে। কমপ্লেক্স এলাকায় রাস্তাঘাটের উন্নতি সাধন ও ইন্ডাস্ট্রিয়াল ইউনিটগুলোর নিরাপত্তা বৃদ্ধি করার বিষয়ে শিল্পপতিদের আস্বস্ত করেন মুখ্যমন্ত্রী।