রাজধানীর বর্ডার সংলগ্ন জয়পুর, রাজনগর এলাকায় বুধবার পদযাত্রা করলো সিপিআই(এম)। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে এদিন সকালে জয়নগর জেপিসি ক্লাব সংলগ্ন এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। সেখান থেকে শুরু হয় মিছিল। উপস্থিত ছিলেন সিপিআই(এম) পশ্চিম জেলা সম্পাদক রতন দাস, সদর বিভাগীয় সম্পাদক শুভাশিস গাঙ্গুলী, SFI রাজ্য সম্পাদক সন্দীপন দেব, নারী নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য, ফুলন ভট্টাচার্য সহ অসংখ্য নেতাকর্মীরা।