বড় পদক্ষেপ কেন্দ্রের, আইনমন্ত্রী পদ থেকে সরানো হল কিরেণ রিজিজু কে!!!
বদলালো দেশের আইন মন্ত্রী ৷ হঠাৎই কিরেণ রিজিজুকে সরিয়ে দেওয়া হল গুরুত্বপূর্ণ এই মন্ত্রকের দায়িত্ব থেকে ৷ তাঁর জায়গায় অর্জুন সিংহ মেঘাওয়ালকে দেওয়া হল আইন মন্ত্রীর দায়িত্ব ৷ চলতি বছরে দেশের তিন রাজ্যে বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচনের আগের বছরে হঠাৎ এই বদল নিয়ে জল্পনা শুরু হয়েছে দিল্লির অলিন্দে ৷
কার্যত ক্যাবিনেট পদমর্যাদার আইনমন্ত্রীর পদে স্বাধীন দায়িত্বে থাকার সময় একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের কার্যত মুখপাত্র হয়ে উঠেছিলেন তিনি ৷ বেশ কিছু সময় কোনও অবাঞ্ছিত পরিস্থিতি তৈরি হলে তা সামাল দেওয়ার দায়িত্বও সামলাচ্ছিলেন রিজিজু ৷ কিছুদিন আগেই সুপ্রিমকোর্টের সঙ্গে সরকারের বিরোধের সময় সুপ্রিমকোর্টের একাধিক বিচারপতির সঙ্গে সরকারের মতপার্থক্য উঠে এসেছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে ৷ বিচারপতি নিয়োগ নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ও সদ্য প্রাক্তন আইনমন্ত্রী কিরেণ রিজিজুর মতপার্থক্য চলে এসেছিল সামলে ৷ অনেকেই মনে করেছিলেন, সরকারের বক্তব্য রিজিজুর মাধ্যমেই সামনে আনা হচ্ছে ৷
সেই জায়গা থেকে হঠাৎ করে রিজিজুকে সরিয়ে দেওয়ার পর তাই স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয়েছে ৷ তুলনামূলক কম গুরুত্বপূর্ণ আর্থ সায়েন্সের মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে ৷ আর কিরেণ রিজিজুর জায়গায় সংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী অর্জুন সিংহ মেঘাওয়ালকে বসানো হল আইনমন্ত্রীর পদে ৷
সরকারের পক্ষে ছোট একটি বার্তায় যে তথ্য জানানো হয়েছে ৷ পাশাপাশি সূত্রের খবর, কিরেণ রিজিজুকে দ্রুত বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাঁর বায়ো তথা পরিচয় বদলের বার্তাও দেওয়া হয়েছে ৷ ট্যুইটারে ইতিমধ্যে নিজের বায়ো বদলেও ফেলেছেন তিনি ৷