মঙ্গলবার বটতলা বাজারে পুর নিগমের বেআইনি দখল ও বেআইনি নেশার ঠেক উচ্ছেদ অভিযান কে ঘিরে উত্তপ্ত রাজধানী। ভোটের আগে জমে উঠেছে রাজনৈতিক তরজা। ঘটনাকে কেন্দ্র করে ময়দানে সিপিএম- কংগ্রেস। বটতলা বাজার ব্যবসায়ী সমিতিও ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বুধবার ২৪ ঘণ্টার বাজার বনধের ডাক দিয়েছে। সেই সাথে বুধবার সকালে বাজার কমিটি এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে আগরতলা শহরে।