রাজধানীর বটতলা থেকে দশমী ঘাট যাওয়ার রাস্তা ও ফুটপাত বেআইনি ভাবে দখল মুক্ত করা হয় মঙ্গলবার সকালে। এদিন সকালে পুরনিগমের পক্ষ থেকে বেআইনি দখল উচ্ছেদ করা হয়। ভেঙে দেয়া হয় বেআইনি নির্মাণ। এই উচ্ছেদ অভিযান প্রায় শেষ হয়ে যাওয়ার পর বটতলা পরিদর্শনে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার। ক্ষতিগ্রস্ত দোকানিদের সঙ্গে কথা বলেন। পরে মানিক বাবু জানান, যাদের সাথে কথা বলেছি তারা প্রত্যেকেই কেউ সত্তর বছর, কেউ পঞ্চাশ বছর ধরে ব্যবসা করছে। আর এখানে তো কোনও ফুটপাতই ছিলোনা। পুর নিগম ভেঙে দেওয়ার আগে কোনও নোটিশও দেয়নি। শুধু মাইকিং করেছে। এটা তো অন্যায়।