শিক্ষক-কর্মচারীদের ১৮% বকেয়া ডি এ মিটিয়ে দেওয়া, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সহ ১০ দফা দাবি নিয়ে রবিবার ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি মিছিল সংগঠিত করা হয়। সিটি সেন্টারের সামনে থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে সভা অনুষ্ঠিত করে। সভায় বক্তব্য রাখেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক স্বপন বল সহ অন্যান্য নেতৃত্বরা।