ইঞ্জিনিয়ারের উপর হামলা ও লুটপাট ঘটনার সঙ্গে যুক্ত ৩ জনকে আটক করল পশ্চিম আগরতলা থানার পুলিশ। 24/01/2026
আইজিএম ডেন্টাল কলেজ পরিদর্শনে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও মুখ্যমন্ত্রী মানিক সাহা। 24/01/2026
ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন (TSF)–এর উদ্যোগে মঙ্গলবার সার্কিট হাউস এলাকায় অনুষ্ঠিত হয় গণধর্ণা। বহু শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে রোমান লিপিতে ককবরক পাঠ্যপুস্তক মুদ্রণের দাবিকে জোরালোভাবে তুলে ধরেন। পাশাপাশি সমস্ত পরীক্ষায় রোমান হরফে প্রশ্নপত্র প্রস্তুত করারও জোর দাবি জানান তারা। সংগঠনের বক্তব্য, ককবরক ভাষাভাষী ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষায় এই দুটি দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘদিন ধরেই এ নিয়ে তারা আন্দোলন করে আসছে। তাঁদের হুঁশিয়ারি—সরকার দ্রুত ইতিবাচক পদক্ষেপ না নিলে আসন্ন দিনে আরও বৃহত্তর ও তীব্র আন্দোলনের পথে নামতে বাধ্য হবে TSF। গণধর্ণা মঞ্চ থেকে তাঁরা সমবেতভাবে ভাষা–অধিকার রক্ষার লড়াই জারি রাখার ডাক দেন। 2 months ago
ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক ৪২ তম বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে ছিলেন উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া 7 months ago